Header Ads Widget

রোববার সারা দেশে জমায়েত, সোমবার শোকমিছিল করবে আওয়ামী লীগ


 আওয়ামী লীগ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার, রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, জেলা এবং মহানগরে জমায়েত করবে দলটি। সোমবার, বেলা তিনটায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ।


আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন।


ওবায়দুল কাদের বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি আমরা কোনো মুখোমুখি সংঘাত এড়িয়ে চলতে চাই। এজন্য আমরা সংঘাত উস্কে দিতে পারে এমন প্রোগ্রাম এড়িয়ে চলেছি।’ তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রী জাতির অভিভাবক হিসেবে আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান। সংঘাত এড়াতে আওয়ামী লীগ পক্ষ-বিপক্ষের কর্মসূচি এড়িয়ে চলছে।’


বিভেদ নয়, ঐক্যে বিশ্বাসী দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও প্রগতির প্রতি বিশ্বাসীরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চান। যারা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে গণতন্ত্র ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রে বিশ্বাসী সবার সহযোগিতা প্রয়োজন।’


ওবায়দুল কাদের বলেন, ‘অবুঝ শিশুদের প্রাণ ঝরিয়ে আমাদের দলের কোনো লাভ নেই। এসব শিশুদের মৃত্যুর মাধ্যমে লাভবান হতে চায় যারা, আমরা তাদের বিরুদ্ধে।’ বিশ্ব সংস্থা ইউনিসেফকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা ৩২ জন শিশুর হত্যার কথা বলেছে, তাদের নাম ও ঠিকানা জানাতে হবে। আমরা সত্য খুঁজে বের করব।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয়। সাইবার সন্ত্রাসীরা গুজব ছড়াচ্ছে এবং সংকটকে টিকিয়ে রাখতে চাচ্ছে।’ 


শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে দাবি করে কাদের বলেন, ‘যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের তৎপরতা সফল হতে দেব না। আমাদের মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আমাদের অঙ্গীকার শতভাগ। শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।’


প্রধানমন্ত্রীর নির্দেশে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আলোচনার দরজা খোলা। আলোচনার জন্য তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যোগাযোগের মাধ্যমে আলোচনা হবে। কোনো রাখঢাক নেই।’


রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি এবং জমায়েত করছি।’


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Post a Comment

0 Comments